আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রতিষ্ঠানের জন্য কিছু কেনার ক্ষেত্রে বস হিসাব করে যদি টাকা দেয় আর সেই টাকা দিয়ে পণ্য কেনার ক্ষেত্রে যদি কিছু সেভ করা যায় , তবে সেই টাকা কি ব্যবহার করা যাবে নিজ প্রয়োজনে ? যেমন প্রতিষ্ঠানের জন্য একটা ঘড়ি কেনা হল, সে বলে দিল ২০০০ টাকার মধ্যে ঘড়ি কিনবেন, এখন যদি ২০০০ টাকার একটু কমে কেনা যায় বাকি টাকাটা কি করব?
এমার্জেন্সি লাগবে উত্তরটা