১।হিন্দুরা হাতের মধ্যে লাল, সাধা সুতা বা ব্রেসলাইট, রিং পরে বা কোনো লকেট পরে খ্রিস্টান রা লকেট পরে অমুসলিমরা টেটো করে খেলার মাঠে শিরকি কুফরি করে তাদের সাথে বল খেলার সময় দেখলে বা মোবাইলে বা যেকোনো যায়গায় দেখলে গোনাহ বা ইমানে সমস্যা হবে কি?
২।টুর্নামেন্টে টিভি পাইছে সেই টিভি বিক্রি করে নাইট ক্রিকেট খেলার আয়োজন করলে বিদ্যুৎ চুরি করে না একজনের ঘর থেকে এনে খেললে জায়েজ হবে কি?
৩।হারাম আর নাজায়েজ এর মধ্যে পার্থক্য আছে, তেমনি কি গোনাহ আর নাজায়েজ মধ্যে পার্থক্য আছে নাকি একই?
৪।বিভিন্ন জার্সিতে বা অন্যন্য যায়গায় প্রানির ছবি বা বিভিন্ন লোগো থাকে জার্সি পরলে বা দেখরে গোনাহ হবে কি ইমানে সমস্যা হবে কি?