একজন তালাকপ্রাপ্তা নারী উমরাহতে যেতে ইচ্ছুক। তিনি উমরাহতে যাওয়ার জন্য নিজের খরচ বহনের সক্ষমতা রাখেন। তার মাহরামগণ সামর্থ্যবান না, তাদের কেউই তার সাথে যাওয়ার আর্থিক সক্ষমতা রাখেন না।
এমতাবস্থায় তিনি তার ভাইয়ের বন্ধুর সঙ্গে যেতে চান। ভাইয়ের বন্ধু তার নানীকে নিয়ে উমরাহতে যাবেন। নানী শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ নন,হুইলচেয়ারে করে তাকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই নারী তার ভাইয়ের বন্ধুর নানীর সাহায্যকারী হিসেবে যেতে চান। তিনি নানীর সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে সাহায্য করবেন এবং নিজের উমরাহ করবেন।
এক্ষেত্রে ওই নারী তার নিজের খরচ নিজে বহন করবেন। মাহরাম ব্যতীত এভাবে যাওয়া কি তার জন্য জায়েজ?
২.অনেক সময় দেখা যায় যে, কোনো নারী যিনি শারীরিকভাবে অক্ষম উমরাহ এর কার্যক্রম সম্পন্ন করার জন্য; হুইলচেয়ারে করে অন্য একজন নারী তাকে উমরাহ এর কার্যক্রম করতে সহায়তা করে। সহায়তাকারী নারী তার পরিবারের কেউ নন,বাসার কাজ করার খাদিমাহ কিংবা এরকম কেউ হোন।
এমতাবস্থায় সহায়তাকারী নারী তার মাহরামের সাথে উমরাহতে যায় না,তার উমরাহ এর খরচ যে নারীর সহায়তাকারী হিসেবে যাচ্ছেন তিনি কিংবা তার মাহরাম কেউ বহন করে এবং উমরাহতে যায়ও তার এবং তার মাহরামের সাথে। উক্ত সহায়তাকারী নারী মাহরাম ব্যতীত যান। এক্ষেত্রে তার উমরাহ কি সহীহ হবে?