আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
189 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (17 points)
আসসালামু 'আলাইকুম। এই হাদিসটির আরবী এবারত দিতে পারবেন? এই হাদিসের বিশুদ্ধতা কেমন?

আলী রা. কে প্রশ্ন করা হয়ঃ একজন হজ্বযাত্রী কি তার হাদ'ঈ বা
হজ্বের পশুর পিঠে চড়ে পথ চলতে পারেন? তিনি উত্তরে বলেন : কোনাে
বাধা নেই। রাসূলুল্লাহ সাঃ হজের সময় পথে কাউকে হেঁটে যেতে দেখলে
তাদেরকে তাদের হাদঈর পিঠে ও (প্রয়ােজনে) তাঁর নিজের হাদঈ'-র
পিঠে সাওয়ার হতে নির্দেশ দিতেন। আলী রা. বলেনঃঅনুসরণ করার জন্য তােমরা তােমাদের নবী স.-এর সুন্নাতের চেয়ে ভালাে কিছুই পাবে না।(মুসনাদে আহমাদ, নং ৯৮২)

1 Answer

0 votes
by (709,320 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি যে হাদীস উল্লেখ করেছেন। হুবহু অর্থের হাদীস আমরা হযরত জাবের রাযি থেকে মসনদে আহমদে পেয়েছি। উক্ত হাদিসটি হল এই

١٤٤٧٣ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، وَحَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ: سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يُسْأَلُ عَنْ رُكُوبِ الْهَدْيِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ
«إِلَيْهَا، حَتَّى تَجِدَ ظَهْرًا "» - «مسند أحمد» (22/ 362 ط الرسالة)

«١٤٤٨٧ - حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يُسْأَلُ عَنْ رُكُوبِ الْهَدْيِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " ارْكَبْهَا بِالْمَعْرُوفِ، إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا، حَتَّى تَجِدَ ظَهْرًا " (١)» - «مسند أحمد» (22/ 372 ط الرسالة)


١٤٧٥٧ - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ: سَأَلْتُ جَابِرًا عَنْ رُكُوبِ الْهَدْيِ، قَالَ جَابِرٌ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ«يَقُولُ: " ارْكَبْهَا بِالْمَعْرُوفِ حَتَّى تَجِدَ ظَهْرًا " (١)» - «مسند أحمد» (23/ 83 ط الرسالة)


«١٤٤١٣ - حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَسْأَلُ عَنْ رُكُوبِ الْهَدْيِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا، حَتَّى تَجِدَ ظَهْرًا " (١)
_________» - «مسند أحمد» (22/ 305 ط الرسالة)


তাছাড়া এই অর্থের হাদীস হযরত আবু হুরায়রা রাযি ও হযরত জাবির রাযি থেকে বোখারী মুসলিম সহ হাদীসের অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَن رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّهَا بَدَنَةٌ، فَقَالَ: «ارْكَبْهَا، وَيْلَكَ» فِي الثانِيَةِ أَوْ فِي الثالِثَةِ، (وورد نحو هذا الحديث في الصحيحين من حديث أنس رضي الله عنه).

 

وعند مسلم من حديث جَابِرِ بْنِ عَبْدِاللهِ أنه سُئِلَ عَنْ رُكُوبِ الْهَدْيِ؟ فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا، حَتَّى تَجِدَ ظَهْرًا».

 

تخريج الحديثين:

حديث أبي هريرة أخرجه مسلم حديث (1322)، وأخرجه البخاري في "كتاب الحج"، "باب ركوب البدن"، حديث (1689)، وأخرجه أبو داود في "كتاب المناسك"، "باب في ركوب البدن"، حديث (1760)، وأخرجه النسائي في "كتاب مناسك الحج"، "باب ركوب البدنة"، حديث (2798).

 

وأما حديث جابر - رضي الله عنه - فأخرجه مسلم حديث (1324)، وانفرد به عن البخاري، وأخرجه أبو داود في "كتاب المناسك"، "باب في ركوب البدن"، حديث (1761)، وأخرجه النسائي في "كتاب مناسك الحج"، "باب ركوب البدنة بالمعروف"، حديث (2801).

 

رابط الموضوع: https://www.alukah.net/web/alferieh/0/143757/#ixzz6qTlInp6n


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (709,320 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (17 points)
জাযাকাল্লাহু খাইরান। তবে অন্য একটি ওয়েবসাইটে আমি পেয়েছি সেই বর্ণনাটি। https://hadithanswers.com/there-is-noting-better-to-follow-than-the-blessed-sunnah/
এই ওয়েবসাইটে বাংলায় পেয়েছিঃ https://www.hadithbd.com/hadith/link/?id=64265
by (709,320 points)
জ্বী জাাযাককাললাহ

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...