বিসমিহি তা'আলা
জবাবঃ-
ﻭَﻗَﺎﻝَ : ﺇﻥْ ﻛُﻨْﺖَ ﻻَ ﺑُﺪَّ ﻓَﺎﻋِﻼً ﻓَﺎﺻْﻨَﻊِ ﺍﻟﺸَّﺠَﺮَ ، ﻭَﻣَﺎ ﻻَ ﻧَﻔْﺲَ ﻟَﻪ
হযরত ইবনে আব্বাস রাঃ কে এক ব্যক্তি ছবি আকার অনুমতি প্রার্থনা করলে তিনি উত্তরে বললেনঃযদি তোমার ছবি অঙ্কন করে উপার্জন করতেই হয় তাহলে তুমি গাছের ছবি আঁকো বা এমন ছবি আঁকো যাতে কোনো প্রাণীর ছবি নেই।
সহীহ বুখারী- ২২২৫।
বিস্তারিত জানতে ভিজিট করুন- 898
প্রাণীর ছবি অঙ্কন করা হারাম।গাছের যদিও প্রাণ আছে তবে সেটা দৃশ্যমান না। সেজন্য গাছকে প্রাণী বলা হয় না বরং গাছকে জড়বস্তু বলা হয়।এখানে প্রাণী বলতে যার ভিতরে প্রাণ রয়েছে,এবং যে নিজ শক্তিতে নড়াচড়া করতে পারে।শরীয়তে এমন প্রাণীর ছবিকে-ই হারাম ঘোষনা করা হয়েছে।জাযাকুমুল্লাহ।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.