আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
275 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
আসসালামু আলাইকুম,
আমি জানি যে, গ্রহ নখত্র দেখে ভবিষ্যৎ বানী করা হারাম। কিন্তু,

১. জ্যোতির্বিজ্ঞানে যদি গ্রহগুলোর গতিবেগ, তাদের অবস্থা, সেখান থেকে কোন কোন আলোক রশ্মি নির্গত হয় সেটার দৈননদিন জীবনে ব্যবহার ইত্যাদি এগুলো কি জায়েজ?

২. গনিতে একটা অংশ রয়েছে সম্ভাবনা। এখানে কোন জিনিস হওয়ার কি সম্ভাবনা আছে তা নিরণয় করা হয়। যেমনঃ পয়সা নিখেপ করলে ৫০ ভাগ সম্ভাবনা রয়েছে হেড আসবে আর ৫০ ভাগ টেল আসবে এগুলা কি জায়েজ?

৩. আবহাওয়ার গতি দেখে যে সম্ভাবনা দেয়া হয় যে বৃষ্টি হতে পারে বা গরম পড়তে পারে এগুলা কি নাজায়েজ কিছু?? এগুলো বিভিন্ন হিসাব করে দেয়
by (0 points)
astrophysics er scientific research najaej na. apni doinondin bebohar mane ki bujaccen? surjo theke agoto rossi o to amra doinondin use kori! jodi esb use bolte taqdir vovissot banir jnno use bujan thle to najayej. 

somvobona najayej na, bt somvobona k kendro kore juwa khela (onek somoi somvobona use kore lottery or juwa te jitar upai ber kora jai) or soriot birodhi kaj najaej.

ami amr opinion gula dilm..Allah knows best. 

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।(সূরা লুকমান-৩৪)

অত্র আয়াতে পঞ্চ ইন্দ্রীয় ব্যতীত নিশ্চিতরূপে গাইবের সংবাদ সম্পর্কে বলা হয়েছে যে,তা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না।

গাইব শুধুমাত্র আল্লাহ-ই জানেন। আল্লাহ ব্যতীত অন্য কেউ গাইবের সংবাদ জানে না।

সুতরাং 
গ্রহ নক্ষত্র দেখে ভবিষ্যৎ বানী করা হারাম।এগুলো বলাও হারাম এবং এগুলোতে বিশ্বাস স্থাপন করাও হারাম।তবে

(১)
জ্যোতির্বিজ্ঞানে যদি গ্রহগুলোর গতিবেগ, তাদের অবস্থা, সেখান থেকে বিশেষ কোনো আলোক রশ্মির উপর নির্ভর করে দৈননদিন জীবনে ব্যবহার করা, নাজায়েয হবে না।কেননা এখানে বাহ্যিক কিছু নিদর্শনাবলীর উপর নির্ভর করে,হুকুম আরোপ করা হচ্ছে।যা গাইব বা অদৃশ্য সংবাদের সংজ্ঞায় পতিত হবে না।

(২)
গনিতের একটি সাবজেক্ট হল, সম্ভাবনা। যেখানে কোন কোন জিনিস ভবিষ্যতে হতে পারে, সেই সম্ভাবনার কথা তুলা ধরা হয়ে থাকে, সেটা নিশ্চিত নয়,বরং শুধুমাত্র একটি সম্ভাবনা। যেহেতু এটা একটা সম্ভাবনাময় বিষয়,তাই এ রকম সাবজেক্ট পড়া ও পড়ানো নাজায়ে হবে না।

(৩)
আবহাওয়া অফিসের সংবাদও যেহেতু নিশ্চিত কিছু নয়,তাই এগুলোকেও বিশ্বাস করা যাবে।
l


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...