আসসালামুয়ালাইকুম।
১) যেকোনো সাবানের পানি (কাপড় কাচা সাবান বা গায়ে মাখা সাবান) এগুলো যদি গায়ে লাগে তাহলে কি শরীর অপবিত্র হয়ে যাবে কি না? অনেক সময় গোসলের পরে কাপড় ধুতে গেলে কাপড়ে সাবানের পানি ছিটা লাগে সেক্ষেত্রে কি নামাজ হবে কিনা?
২) দোয়া বা মোনাজাত এর কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি না? মানে নিজের জন্য দোয়া, পরিবারের জন্য দোয়া, মুমিনদের জন্য দোয়া, দেশবাসির জন্য দোয়া ইত্যাদি। এগুলোর মধ্যে কোনোটা আগে করে কোনটা পরে করতে হয় এমন কোনো নিয়ম আছে কি না?
৩) নিয়মিত তাহাজ্জুতের নামাজ পড়লে সেক্ষেত্রে ৪ রাকাত পড়া উত্তম নাকি ৮ রাকাত?
৪) নামাজের ভেতরে সেজদায় তো আরবীতে ছাড়া বাংলায় দোয়া করার নিয়ম নেই? তাহলে সেজদায় নিজের ভাষায় নিজের মনের মতো দোয়া করা যাবে কীভাবে? সেক্ষেত্রে নামাজের সেজদায় যদি নিজের ভাষায় দাওয়া করার বিধান না থাকে তাহলে কি নামাজ ব্যতীত আলাদা করে সেজদা দিয়ে দোয়া করা যাবে কিনা? সেক্ষেত্রে নিয়ম কেমন হবে? 'সুবহানা রাব্বয়াল আ'লা' পড়তে হবে কিনা যদি নামাজের বাইরে সেজদা দেয়া বা সেজদায় দোয়া করার অনুমতি থাকে তাহলে?
৫) নামাযে দোয়া বা মোনাজাত করা কি জরুরি বা না করলে কি গুনাহ হবে?