আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
তালাকের মাসআলার ক্ষেত্রে ৩ জন আলেম যদি ৩ রকম ফাতোয়া দেন (৩ জন ই হানাফী ফিক্বহের) প্রথম দুইজনের থেকে আমি এবং আমার অনলাইনে ঘটনা বলে ফাতোয়া নেই এবং সর্বশেষ জনের (মারকাযুদ দাওয়াহ) কাছে আমার স্বামী নিজৈ গিয়ে বিস্তারিত ঘটনা লিখিত দিয়ে আসে কারণ উনি সেখানের ফাতোয়াকে অধিক বিশুদ্ধ মনে করেন, আমরা নিয়ত করি সেখান থেকে যা ফাতোয়া আসবে আমরা সেটাই চূড়ান্ত হিসেবে মানবো, এজন্য আমরা দুজন আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে দুআ করি করেছিলাম, আমি সবসময় তাহাজ্জুদে, সেজদায়, আল্লাহকে বলতাম আল্লাহ তুমি যা কবুল করছো এ ঘটনায় সেটাই যেন ফাতোয়া আসে যাতে আমরা গুনাহগার না হই এবং যাতে পরবর্তীতে আমার মনে সংশয় না হয় কোনো।
এবং আলহামদুলিল্লাহ, পজিটিভ ফাতোয়া আসে যদিও পূর্বে একজন আলেম আমার ভাইকে বলেছেন যে আমাদের তালাক হয়ে গেছে।
এখন আমরা সর্বশেষ ফাতোয়াটা মেনে চলছি।
একাধিক আলেম ভিন্ন ফাতোয়া দিয়েছে এবং আমরা সেটাই মানছি যেটার বিষয়ে আমরা এভাবে দুআ করেছি যে আল্লাহ তুমি যা কবুল করেছো সেটাই ফাতোয়া হিসেবে জানাও।
এটা কি সঠিক পদ্ধতি আছে? আমার কি এটা নিয়ে আর দুশ্চিন্তা বা সংশয় করা উচিত?