১।কলব বা মন কেউ বলে মাথায় কেউ বলে বুকে কোনটা সঠিক?
২।কলব যে যায়গায় থাকুক না কেনো মনে হয় ইমান চলে যাবে এমন কথা ভিতরে আসলে মুখ দিয়ে উচ্চারণ না করলে সে অনুযায়ী কাজ না করলে ইমান চলে যাবে কি?
৩।বদনজর কিভাবে লাগে একবার মোবাইলে ক্রিকেট খেলা দেখতেছিলাম একজন আউট হচ্ছে না পরে চোখ বড় করে বদনজরের উদ্দেশ্য বলি আউট এরপর আউট হয়ে যায় অন্য প্লেয়ারদের করি আউট হয়নি এটা কি বদনজর নাকি কাকতালীয় তার হক নষ্ট হবে কিনা?