আমার আব্বু আমাদের বাসায় একমাত্র উপার্জনক্ষম। দোকান ভাড়া দিয়ে রেখেছেন। তার মধ্যে একটা দোকানে লাইভ বেকারির আইটেম বিক্রি হয়। এই মাসেই চালু হয়। আমি আজকে জানতে পারলাম এখানে অন্যান্য বেকিং আইটেমের সাথে জন্মদিন বা বিভিন্ন হারাম অনুষ্ঠান(হলুদ, বিবাহ বার্ষিকী, নিউ ইয়ার ইত্যাদি) এর কেকও বিক্রি হবে।
১. যেহেতু তারা হারাম অনুষ্ঠানের কেক ও বিক্রি করবেন, এক্ষেত্রে আমাদের জন্য তাদের থেকে ভাড়া নেওয়া হালাল হবে কিনা? কেননা ভাড়ার টাকার একটা অংশ তো জন্মদিনের কেক থেকেও আসবে।
২. আমি নিজে জন্মদিন পালন বা এই সংক্রান্ত কেউ কিছু দিলে কোনো কিছু গ্ৰহণ করি না। যদিও আমার বাবা হয়তো তাদেরকে জন্মদিনের কেক সেল করার বিষয়ে কিছু বলবেন না তাই আমার জন্য এই ভাড়া থেকে খাওয়া পড়া হালাল হবে কিনা।
ফাতোওয়া দিয়ে সাহায্য করবেন ইন শা আল্লাহ।