১।রোমে কোরআন হাদিসের বই বা ইসলামিক যেকোনো সম্মানিত বিষয় যদি খাটের পায়ের দিকের পাশে কোনো রেক বা অন্য কিছুতে থাকে পা থেকে উচু যায়গায়। যেহেতু উচু যায়গায় আছে ঐদিকে পা দিলে আদবের খেলাফ বা ইমানের সমস্যা হবে কি?
২।মসজিদে কেউ কোরআন তিলাওয়াত করে নিচে বসে আমি যদি চেয়ারে বসি আদবের খেলাফ হবে কি?
৩।একজন আলেম বলছিলেন যে যতটুকু মনে আছে মুসাফির অবস্থায় নবী সাঃ ফজরের সুন্নাত পরছেন এইজন্য ফজরের সুন্নাত পরবো অন্যগুলো পরে নি আমরাও পরবো না একথা সঠিক কিনা