এক আত্মীয় আছে শুনেছি ওরা জাদু টোনা করেছে অনেকের উপর ( বিশ্বাসযোগ্য, চোখে দেখেছি পরিবর্তন) সম্প্রতি সেই আত্মীয়ের অপছন্দ পরিবার এর মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের জামাইয়ের তার সাথে দেখার পর একবার এবং তাদের বাসায় খেতে যাওয়ার পড় দুই দুই বার একইভাবে জর এসেছে প্রায় একই সময় ব্যবধানে। তাদের বাসায়ই তারা জামাই কে আবার দাওয়াত দিয়েছে , এখন তাদের বাসায় যাওয়া কি যৌক্তিক হবে