আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ।
আমি একদিন স্বপ্নে দেখি আমাদের পালিত বিড়ালের হাত পা কেটে বারান্দায় ফেলে রেখেছে কেউ একজন, আমি বিচলিত হয়ে ভাবছি আল্লাহ ও তো এখন মতো রে যাবে, কিন্তু স্বপ্নে বিড়ালটি তখনও বেঁচে ছিল, এরপর আমার ঘুম ভেঙে যায়।
তার দুইদিন পর আমি স্বপ্নে দেখি অন্য একটা বিড়াল অনেক অসুস্থ, মরে যাবে যাবে অবস্থা, শরীরে পচন ধরেছে এমন। আমি খুব কষ্ট পাচ্ছি যে কেনো একে কেউ ডাক্তারের কাছে নিচ্ছে না। আম্মুকে সাথে নিয়ে আমি ডাক্তারের কাছে যখন যেতে নেই, তখন কেউ আমাকে নিষেধ করে যে নেয়ার দরকার নাই, এই বিড়াল এমনিতেই মরে যাবে। তবু আমি জোড় করে আম্মুকে নিয়ে যাই, দেখছিলাম রিকশায় করে যাচ্ছি আর রাস্তার পাশেই বিড়ালকে চিকিৎসা করার এক জায়গা পেয়েও যাই। তারপর রিকশা থেকে নেমে সেখানে যাই আর ঘুম ভেঙে যায়।
উস্তাদ এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
উল্লেখ্য, কিছুদিন ধরে একজায়গায় আমার বিয়ের কথা হচ্ছে। দ্বিতীয় স্বপ্ন দেখার সময় আমি হায়েজরত ছিলাম, ইস্তিখারা পড়িনি, তবে ছোট দুয়া মনে মনে পড়ি। আর প্রথম স্বপ্ন সকালে ফজরের পর আবার ঘুমিয়ে গিয়েছিলাম, তখন দেখা।