আমার নাম মুমতাহিনা রহমান তুলি। শুনেছি মানুষের নামের উপর অনেককিছুই নির্ভর করে। কোরআনে মুমতাহিনা নামে একটি সুরা আছে যার অর্থ পরীক্ষা অর্থাৎ নারী, যাকে পরীক্ষা করা হবে। শুনেছি নামের সাথে মানুষের জীবনেরও (দুনিয়া-আখিরাত) মিল থাকে।
আমি জানতে চাই আমার এই নামটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? নাকি এটি পরিবর্তন করা উচিত?