আসসালামুআলাইকুম,
একটি টিশার্টের ব্যবসায় ইনভেস্ট করতে চাইছি। ওরা বললো ওদের কখনো ক্ষতি হয় না, লাভ ১.৫ -৩.৫ এর মধ্যে হবে। লাভ এমনই পাবো।
তবে ক্ষতি হলে কী হবে এমন কিছু বললো না। জিজ্ঞেস করলে বলে ক্ষতি হয় নি কখনো। তাই হলেও ভাগ নিতে হবে এমন কিছু বলা অপ্রয়োজনীয়, আর ক্ষতির ক্ল বললে ইনভেস্টমেন্ট কম আসে তাই বলে
এখানে ইনভেস্ট করা হালাল হবে?