আসসালামু আলাইকুম..
সকাল বেলা অপরিচিত নাম্বার থেকে কল আসছিলো, আমি সচরাচর অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে কল রিসিভ করিনা..যেহেতু অনেক সময় পরিচিত রাও অন্য নাম্বার থেকে কল দেন তাই রিসিভ করেছিলাম..ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে মাঝবয়সী এক লোকের কন্ঠ উনি সালাম দিয়েছিলেন,আর আমি জিঙ্গেস করেছি কে? তারপর ঐ লোক বলছে যে আপনি কি মুসলমান? মুসলমান হয়ে থাকলে সালামের উত্তর দিন, আমি আবারো জিজ্ঞেস করেছি কে? পরে কল কেটে দিয়েছি,এরপর দেখলাম বারবার কল দিচ্ছিলেন,আবারও রিসিভ করলে একই কথা যে আপনি কি মুসলমান, তাহলে সালামের উত্তর দিন ...যেহেতু অপরিচিত লোক আর এমন ধরনের কথাবার্তা তাই এই নাম্বার ব্লক করে রেখে দিয়েছিলাম.. আমি ফোনে কথা বলাতে অভ্যস্ত না,আর ননমাহরামের এমন কথা বলাতে আর কথা বাড়াতে ইচ্ছে হয়নি,মনে হচ্ছিল কোনো স্ক্যামার কিনা,এজন্য ব্লক করে ছিলাম..
পরে খেয়াল করি আমার নাম্বারে ৯:৩০ এর দিকে মোবাইল রিচার্জ ১৯৮ টাকা কেউ ভুলে করে দিয়েছিলো,আর মোবাইল রিচার্জের কারণে এমবিও চলে আসছে,আর ঐ লোক বারবার কল করেছিলো ৯:৫০ এর দিকে..সম্ভবত ঐলোকেরই হয়তো মোবাইল রিচার্জ আমার মোবাইলে চলে আসছে,যা আমি পরবর্তীতে বুঝতে পারি.. এখন আমার করণীয় কী? আমার এমবিরও দরকার নেই,ইন শা আল্লাহ এটা আমি ব্যবহারও করব না.. এখন আমার করণীয় কী দয়া করে পুরো ঘটনাটি পড়ে বলবেন প্লিজ?