আমার ওমরাহ করার জন্য কিছু একটা কথা হচ্ছিল মনে নেই স্পষ্ট,উজু ও করেছি নামাজ পড়েছি ঠিক দিকেই,অমনি মা এসে বলছে চল এবার সময় হয়েছে আল্লাহর ঘর টা দেখে আসি এমন কিছু একটা বলছিল স্পষ্ট মনে নেই।আমি কাবাহ্র দিকে চলছি আর যত সামনে যাচ্ছি তত কান্না করছি এই ভেবে যে সামনে যে আমার স্বপ্নের কাবাহ্, আমার চোখে এক পলক দুর থেকেই সেই কাবাহ্ ঘরের ঝলক পড়লো আর আমি চোখ নামিয়ে নিলাম খুশিতে,আরে না না এখন তাকাবো না আর একটু এগিয়ে ভালো করে দেখবো,কেনোনা প্রথম কবাহ কে দেখলে যে দুয়া কবুল হয়। আর আমি অনেক খুশি।
এটার মানে কি?(১//আমি নিয়ত ও করেছিলাম যেনো আল্লাহ আমার আগামী রমাদান এ বায়তুল্লাহ মুসাফির হিসাবে কবুল করেন। ২// বিয়ের দেখাশোনা চলছে)