আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকা তুহু। উস্তাদ,কালযাদু বা বদনজর লেগেছে কি না এই নিয়তে রাতে ইস্তেখারার নামায পড়ে ঘুমিয়ে ছিলাম, কিন্তু ফজর পর্যন্ত কোনো কিছু দেখিনি, ফজর পর আবার ঘুমিয়েছি তো স্বপ্নে দেখি যে আমি একটা উঁচু জায়গায় ছিলাম সাথে আমার ছোট দুই ভাই ছিলো । আর নিচে একটা কুকুরের মতো দেখতে একটা বাচ্চা দেখি কিছুক্ষণ পর তার সাথে আর একটা বড় ওর মতো আর একটা প্রাণী দেখি । বড়টা তখন উপরে উঠে আসছিলো এমন সময় আমার ছোট ভাই তার কাছে গেলে তাকে ধাওয়া দিয়ে কামড় দেয় । তার পর আমি আমার ভাইকে আর দেখতে পাই না কিন্তু প্রাণীটা আমার দিকে ফিরে আসে আমি তখন তাকে একটা লাঠি দিয়ে আঘাত করি এবং ওকে ধরে ওর মাথা মাটির সাথে চেপে ধরি । এর পর ঘুম ভেঙ্গে যায় ।
স্বপ্নের ব্যাখ্যা জানাবেন ইন শা আল্লাহ আর এমন কিছু থেকে বাঁচার জন্য কিছু করণীয় আমল বলবেন ইন শা আল্লাহ।