আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তাদ
আমার স্বামী এবং তার বন্ধু মিলে একটি নতুন ব্যবসা শুরু করেছেন (মুশারাকা)। তারা উভয়ই ক্লাসমেট, ভার্সিটি ২য় ইয়ারের।
ব্যবসার পাইকারি পণ্যের সোর্সিং এর খোঁজ উনার বন্ধু ই দিয়েছিলেন। এরপর তারা দুজন যেয়ে পাইকারিতে আতর কিনে ব্যবসা শুরু করেন কিছু দিন হলো মাত্র।
দেখা যাচ্ছে আমার স্বামীই বেশিরভাগ কাজ করছেন, পড়ালেখায়ও ক্ষতি হচ্ছে। সারাক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা। আর তার বন্ধুকে সমানভাবে কাজ ভাগ করে নেওয়ার কথা বললে বলছে যে আমার স্বামী তাড়াহুড়ো করছেন পড়ালেখা রেখে, উনি আরো সময় পরে কাজ শুরু করতে চাচ্ছেন। আল্লাহর রহমতে স্বামীই বেশিটা বিক্রি করছেন নিজ দায়িত্বে প্রচার প্রসারণের মাধ্যমে, অন্যথায় তার বন্ধুর দিক থেকে বিক্রির তেমন কোনো চেষ্টা নেই। তবে মাস শেষে লাভের টাকা সমান ভাগ ই হচ্ছে।
অর্থাৎ একজন বেশিরভাগ কাজ ই করছেন আরেকজন তেমন করছেন না। এতে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে,‌ আমার স্বামী এখন আফসোস করছেন যে কেন একা ব্যবসা শুরু করলেন না। আর তার বন্ধু রাগ করে বলছেন যে তাকে বাদ দিয়ে আমার স্বামীকে একা ই ব্যবসা করতে।
প্রথমে একা ব্যবসা করার চিন্তা এসেছিলো কিন্তু যেহেতু বন্ধু পাইকারি পণ্যের খোঁজ দিয়েছেন তাই বেইমানি হবে ভেবে দুজন একসাথেই শুরু করেছিলেন।
বি.দ্র. উনার বন্ধু আমাদের বিয়ের সাক্ষী (যখন স্বামীর প্রয়োজন ছিল তখন এই বন্ধু ই পাশে এসে দাঁড়িয়েছেন) , আমার স্বামীর ক্লাসমেট, স্বামী মাঝে মাঝে হল এ থাকলে উনার সাথে থাকেন এবং উনার সাথে পড়াশোনা করেন।
এখন‌ এমন মনোমালিন্য স্বামীর ভার্সিটি লাইফে‌ খারাপ প্রভাব ফেলবে, মনোমালিন্য শত্রুতার সৃষ্টি হতে পারে আল্লাহ না করুক
ব্যবসার এই ব্যাপারটি তে এখন করণীয় কী? তাদের দুজনের কী করা উচিত উস্তাদ? উত্তর দিয়ে সাহায্য করলে অনেক মুনাসিব হয় ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (731,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একাধিক জন মিলে কোনো ব্যবসা শুরু করলে, সেই ব্যবসাকে মুশারাকাহ বলে। লাভ-লোকসানে উভয়ের মধ্যে পার্সেন্টিজ আকারে চুক্তিবদ্ধ থাকতে হবে। কারো জন্য নির্দিষ্ট পরিমাণ লাভের শর্তারোপ করা বা কারো জন্য লসে শরীক না হওয়ার চুক্তি গ্রহণযোগ্য হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/110922


قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীর উচিত, এখনই পৃথক হয়ে যাওয়া। এবং পৃথকভাবে ব্যবসা শুরু করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...