আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তাদ
আমার স্বামী এবং তার বন্ধু মিলে একটি নতুন ব্যবসা শুরু করেছেন (মুশারাকা)। তারা উভয়ই ক্লাসমেট, ভার্সিটি ২য় ইয়ারের।
ব্যবসার পাইকারি পণ্যের সোর্সিং এর খোঁজ উনার বন্ধু ই দিয়েছিলেন। এরপর তারা দুজন যেয়ে পাইকারিতে আতর কিনে ব্যবসা শুরু করেন কিছু দিন হলো মাত্র।
দেখা যাচ্ছে আমার স্বামীই বেশিরভাগ কাজ করছেন, পড়ালেখায়ও ক্ষতি হচ্ছে। সারাক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা। আর তার বন্ধুকে সমানভাবে কাজ ভাগ করে নেওয়ার কথা বললে বলছে যে আমার স্বামী তাড়াহুড়ো করছেন পড়ালেখা রেখে, উনি আরো সময় পরে কাজ শুরু করতে চাচ্ছেন। আল্লাহর রহমতে স্বামীই বেশিটা বিক্রি করছেন নিজ দায়িত্বে প্রচার প্রসারণের মাধ্যমে, অন্যথায় তার বন্ধুর দিক থেকে বিক্রির তেমন কোনো চেষ্টা নেই। তবে মাস শেষে লাভের টাকা সমান ভাগ ই হচ্ছে।
অর্থাৎ একজন বেশিরভাগ কাজ ই করছেন আরেকজন তেমন করছেন না। এতে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে,‌ আমার স্বামী এখন আফসোস করছেন যে কেন একা ব্যবসা শুরু করলেন না। আর তার বন্ধু রাগ করে বলছেন যে তাকে বাদ দিয়ে আমার স্বামীকে একা ই ব্যবসা করতে।
প্রথমে একা ব্যবসা করার চিন্তা এসেছিলো কিন্তু যেহেতু বন্ধু পাইকারি পণ্যের খোঁজ দিয়েছেন তাই বেইমানি হবে ভেবে দুজন একসাথেই শুরু করেছিলেন।
বি.দ্র. উনার বন্ধু আমাদের বিয়ের সাক্ষী (যখন স্বামীর প্রয়োজন ছিল তখন এই বন্ধু ই পাশে এসে দাঁড়িয়েছেন) , আমার স্বামীর ক্লাসমেট, স্বামী মাঝে মাঝে হল এ থাকলে উনার সাথে থাকেন এবং উনার সাথে পড়াশোনা করেন।
এখন‌ এমন মনোমালিন্য স্বামীর ভার্সিটি লাইফে‌ খারাপ প্রভাব ফেলবে, মনোমালিন্য শত্রুতার সৃষ্টি হতে পারে আল্লাহ না করুক
ব্যবসার এই ব্যাপারটি তে এখন করণীয় কী? তাদের দুজনের কী করা উচিত উস্তাদ? উত্তর দিয়ে সাহায্য করলে অনেক মুনাসিব হয় ইনশাআল্লাহ।