আসসালামুআলাইকুম ওয়ারহমাহতুল্লহি ওয়াবারকাতুহ
১.আমার আব্বুর ইনকাম হারাম।আমি রুকাইয়া কোর্স করতে চাই।পরে সামর্থ্য হলে সাদকা করে দেব এই নিয়তে কি আমি টাকা নিতে পারি আব্বুর কাছে থেকে রুকাইয়া কোর্স করার জন্য?
২. আমার ওয়াসওয়াসার সমস্যা আছে। নামাজের মধ্যে আমি বুঝতে পারি দুইটা সিজদা দিয়েছি তবুও সন্দেহ আসে দুইটা দিলাম কি না? তখন আমি পাত্তা দিয় না,সাহু সিজদাহও দিই না ( সাহু সিজদাহ দিলে দেখা যায় প্রত্যেকবার সাহু সিজদা দেওয়া লাগছে) নামাজ শেষ করি। আমার নামাজ কি হবে?
৩. আমি নিজে নিজে রুকাইয়া করার চেষ্টা করব কিন্তু কিভাবে বুঝব সুস্থতার দিকে যাচ্ছি কি না?
৪. ওয়াসওয়াসাকে পাত্তা দিই না তবুও ওয়াসওয়াসা আসতে থাকে এটাও কি অসুস্থতা? এটার জন্য কি কোনো রাকীর কাছে রুকাইয়া করতে হবে?