আমি একজন মেডিকেল স্টুডেন্ট।
আমি আর আমার বাবা ডাক্তার দের যে উপহার দেয় এটা নিয়ে কথা বলতেছিলাম। নেয়া ভালো নাকি ভালো না এটা নিয়ে। আমি বাবাকে বলতেছিলাম যে, এগুলা নেয়া কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে ঠিক না। এখন আমার বাবা তাও বলতেছে, "যদি হালাল হয়, তাহলে কেউ নিবে" । পরে আমি রাগ করে আমার বাবা কে বলছি " তোমাকে বলছি হালাল মালাল নিয়ে কিছু বলতে"? " তুমি হালাল মালাল নিয়ে কথা বলতেছো কেন?" এই দুইটা কথার মত এমন করে কিছু বলেছিলাম আমি । এটা আমি রাগ করে কথার কথা বলে দিছি। আমার কোনো উপহাস এর নিয়ত ছিল কিনা জানি না। শুধু কথার কথা বলে দিছি। এটাই জানি আমি। আমার খারাপ লাগতেছে কেন এভাবে বললাম এটা ভেবে।
১) এখন আমার এই" হালাল মালাল" বলার কারনে কি ঈমানে কোনো সমস্যা হবে?