আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
আমার ছোট ভাই গত বছর হারাম রিলেশনে ছিলো। আল্লাহ মাফ করুন।
আমি হুবুহু তার বিষয়টা বর্ণনা করছি।
একদিন আমার ছোট ভাই (ক) তার ২ ছেলে বন্ধু এবং সেই মেয়ে (খ) রেস্টুরেন্টে দেখা করে।
সেখানের ১ বন্ধু প্রথমে ক এর উদ্দেশ্যে বলে তুমি যদি খ (মেয়ে) এর বাবার মেয়েকে বিবাহ করতে চাও ৩ বার কবুল বলো। সাথে সাথে ছেলে কবুল বলে।
তারপর মেয়ের উদ্দেশ্যে বলে তুমি যদি ক এর বাবার ছেলেকে বিয়ে করতে সম্মত থাকো তাহলে বলো কবুল। তখন মেয়েও কবুল বলে ২ জন ছেলে বন্ধুর সামনে।
কিন্তু কোনো দেনমোহর উল্লেখ করে নি এবং কারোর বাবার নাম উল্লেখ করে নি।শুধু এইভাবেই বলা হয়েছে ক এর বাবার ছেলে আর খ এর বাবার মেয়ে।
এভাবে কি বিয়ে শুদ্ধ হবে?