আসসলামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
১. প্রথম বার আমেরিকা যাব, সকাল ৭টা থেকে ঢাকা ছাড়বে ১/২ টার দিকে বাংলাদেশ টাইম ঐখানে পৌছাবে,, আবার ২ ঘন্টা পর মিশিগান যাবে ইন শা আল্লাহ এখন সালাত পড়ব কীভাবে? ওয়াক্তের হিসাব বুঝতে পারবে কীভাবে? শায়েখ আহমদউল্লাহ বললেন এপ্পস আছে টিকেটের ডিটেলস দিলে বলে দেয়,, আমি খুজে পাই নি। দয়া করে বিস্তারিত জানাবেন।
২. আমি কোরআান নিতে চাই সাথে,, হাতে করে নিয়ে যাওয়া আর সবসময় ধরে রাখা সম্ভব না। আমি যদি মেইন লাগিজে রেখে নিয়ে যাই তাহলে কি গোনাহ হবে। কারন ওরা তো লাগিজ গুলো অনেক সমায় ছুরে ফেলে,, আর হ্যান্ড লাগিজে নিলে চেক করার সময় হয়তো ওরা ধরবে নিচেও রাখতে পারে, এক্ষেত্রে আমি কী করব?