আসসালামু আলাইকুম,
১. প্রাপ্তবয়স্ক ছেলে কি তার মা ভাগ্নির সাথে ঘুমাতে পারবে?
২. মা এবং বউ দু'জন দুই জায়গায় বসা অবস্থায় মায়ের প্রতি অধিক ভালোবাসা বোঝাতে বউ কে রেখে মায়ের গা ঘেঁষে বসতে পারবে?
৩. মায়ের কপালে চুমু, খাইয়ে দেওয়া, তার হাত ধরে হাঁটা এগুলো করতে পারবে?
৪. মায়ের সতরে (দাঁদ, ঘাঁ, ব্যাথা) ইত্যাদি হলে মা কি তার ছেলেকে কোন সংকোচ ছাড়া পোশাক উঠিয়ে দেখাতে পারবে?
৫. মা কি তার ছেলের সাথে বাথরুমে থাকা স্বাভাবিক? যেখানে তারা নিজেদের প্রয়োজন গুলো আলাদাভাবে মিটিয়ে নিতে পারে, আহামরি কোন প্রয়োজন পড়ে না।
৬. কিছু ঠুনকো কারণ পেশ করে ছেলেকি কারনে অকারণে মায়ের শরীরে হাত দিতে পারবে? যেমন চেহারা, হাত ইত্যাদি।
৭. মামা কি তার ভাগ্নির সাথে নির্জনে বসে গল্প করতে পারবে? (ভাগ্নির বয়স প্রায় দশ, এবং বুঝবান। যদিও মামার কাছে নির্জন মানে দরজা লাগিয়ে থাকা)
৮. মামা কি তার ভাগ্নির হাত ধরা, কাঁধে হাত দেয়া, কপালে চুমু দিতে পারবে?
৯. মামা কি বাথরুমে তার ভাগ্নির সাথে অবস্থান করতে পারবে? ( বি:দ্র: বাথরুম বলতে টয়লেট না গোসল খানা)
১০. মামা কি তার ভাগ্নির সাথে একসাথে পাশাপাশি বসে খেতে পারবে?
১১. মায়ের কি তার ছেলের সামনে ওরনা ছাড়া চলাফেরা করা স্বভাবিক?
১২. ভাগ্নি কি তার মামাকে দেখানোর উদ্দেশ্যে সাজুগুজু করতে পারবে? যেমন মেকআপ ইত্যাদি।
১৩. মাহরাম পুরুষের সামনে মাহরাম নারীর পর্দা চলাফেরার কি কোন সীমারেখা নেই? থাকলে কতটুকু?
১৪. স্বামী স্ত্রীর মধ্যে একান্ত সময়টাই কি শুধু তাদের জন্য নির্ধারিত বাদবাকি সবই মাহরাম অন্য নারীদের সাথে করা যাবে?
১৫. উপরে বিষয়গুলো যদি কোন স্ত্রী পছন্দ না করে, কোন স্ত্রী যদি চায় নির্দিষ্ট দুরত্ব এবং শালীনতা বজায় রেখে পরিবারের সবার সাথেই মিশবে তবে এটা কি ওই স্ত্রীর হিংসার বহিঃপ্রকাশ? এখানে কি ধরে নিতে হবে স্ত্রী তার স্বামীর রক্তের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে?
১৬. যদি এখানে ভুলগুলো স্ত্রীর হয় এবং স্বামীর কাজ স্বাভাবিক, সুন্দর, উত্তম হয় তবে সে স্ত্রীর করনিয় কি?
১৭. স্ত্রী যদি এগুলো নিতে না পারে, ভিতর থেকে কষ্ট পায় এমনকি প্যানিক হয় তাহলে সামগ্রীকভাবে কি এটাই দ্বারায় যে এটা তার মানসিক সমস্যা।
দয়া করে সবগুলো প্রশ্নের উত্তর দিবেন এটা উক্ত পরিবারের জন্য অনেক কল্যাণকর হবে ইন-শা-আল্লাহ। (উক্ত স্বামী স্পষ্ট রেফারেন্স চায় এবং চ্যাটেজিপিটির সাহায্যে উত্তর নিয়ে উক্ত বিষয়গুলোকে সম্পন্ন হালাল বলে, এবং তিনি বলেন তার নিয়ত বিশুদ্ধ। বাকি মা ভাগ্নির নিয়তের খবর তিনি রাখতে চাননা)