আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ নিচের এই আমল টা কি করা যাবে?
দোয়া কবুলের সাত দিনের গোপন আমল।
দু'রাকাআত সালাতুল—হাজত নামাজ আদায় করে একহাজার বার হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল পাঠ করুন। এরপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে হাত তোলে আল্লাহর নিকট দোয়া করুন। সাত দিনের আপনার দোয়া কবুল হবে।
আল্লাহ উপর দোয়া কবুলের বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করতে হবে। নিয়মিত যেকোনও সময়ে আমলটি করুন।
Mizan bin Hafiz.