আসসালামু আলাইকুম। হুজুর আগের প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন যে, হারাম জানার পরেও আলহামদুলিল্লাহ বললে ঈমান থাকবে না। কিন্তু এই ব্যাপার গুলো তে কি করবো হুজুর?
১) আমার ছোট বোন স্কুলে গান গেয়ে পুরস্কার পেয়েছে। গান গাওয়া তো হারাম। এই ক্ষেত্রে কি আলহামদুলিল্লাহ বললে ঈমানে সমস্যা হবে? আমি আলহামদুলিল্লাহ বলতেছি সে যে পুরস্কার পেয়েছে এই জন্য। কোনো ঠাট্টা বিদ্রুপ করে না। তাহলে কি ঈমানে সমস্যা হবে?
২) পরিবারের কেউ সরকারি চাকরি করে ঘুষ দিয়ে।  সেটা জানার পরেও যদি তাকে যদি  আলহামদুলিল্লাহ বলে শুভ কামনা জানাই,  ঈমান চলে যাবে?
৩)হুজুর জেনেরাল লাইনে পড়াশোনা করি। কোনো মেয়ে ফ্রেন্ড যদি ফেসবুকে ছবি দেয় তার হাসবেন্ড সহ, এটা তো হারাম এভাবে ছবি দেয়া। হারাম জেনেও তো কেউ যদি কমেন্ট করে মাশাল্লাহ। তোদের ভালো লাগতেছে। সুন্দর লাগতেছে। তাহলে কি তার ঈমানে সমস্যা হবে?
৪)  হারাম জানার পরেও,  হারাম কাজে এমনি তেই যদি মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন শা আল্লাহ বলা হয়, যেমন: তুমি তো অনেক ভালো গান করো - এটা বলার পরে কেঊ যদি মাশা আল্লাহ বলে, এমন ভাবে যদি এমনিতেই, কোনো ঠাট্টা না করে মাশা আল্লাহ,   ইন শা আল্লাহ, আলহামদুলিল্লাহ ও বলে তার কি ঈমান চলে যাবে?