আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
আজ আমার স্বামী বলতেছে তার মামাতো ভাই এর বউ প্রেগন্যান্ট। তারপর বললো তাদের বিয়ে হয়েছে কি না সন্দেহ কারণ ছেলেটা ইসলাম মানে না। তখন আমি বললাম হয়তো / মনে হয় মেয়েটাও কাফের। এটা বলার পর আমি ভয় পেয়ে যাই কেন আমি এটা বললাম, কাউকে তো কাফের বলা যায় না।
আমার এমন বলাতে কি আমি কাফের হয়ে গেলাম?