আসসালামু আলাইকুম।
হাত পুড়ে যাওয়ায় মলম লাগানো হাতে পোড়া চামড়ার আশেপাশের অক্ষত চামড়াতেও কিছু টা মলম ছড়িয়ে ছিলো। উজু করার সময় আলাদাভাবে ঘষে পরিষ্কার করে নেয়া হয়নি।
নামাজের পর ব্যপারটি দৃষ্টি গোচর হওয়ায় সন্দেহ হয় যে নামাজ কি দোহরাতে হবে কি না। কারণ মলম ভেদ করে চামড়ায় পানি পৌঁছেছে কি না সে ব্যপারে নিশ্চিত ধারণ নেই।
এমতাবস্থায় করণীয় কী?
যেহেতু ক্ষতস্থানের বাইরের চামড়ায় মলম লাগার ব্যপার ঘটেছে এখানে।