আসসালামু আলাইকুম
জনাব
১/নিম্নসরের নামাজে কেরাত মুখ জিহবা নাড়িয়ে উচ্চারিত করা হয় কিন্তু নিজ কানে শোনা না যায় তাহলে কি নামাজ হবে?
২/নিজ কানে শোনা কোন প্রকারের হুকুম ফরজ সুন্নাত নাকি ওয়াজিব?
৩/যদি নিজ কানে শোনার জন্য শব্দ করে পরতে গিয়ে বার বার কেরাত আটকিয়ে ভুল হয় , নামাজে দেরি হয়, উচ্চারণ সমস্যা হয় তাহলে নিজ কানে শোনা না গেলেও মুখ ও জিহবা নারিয়ে নামাজে কেরাত পড়া যথেস্ট হবে?
৪/
ইবনে হুমাম (হানাফি):
> যদি মুখ ও জিহ্বা নড়ে, শব্দ সামান্য হলেও, কিন্তু নিজ কানে না পৌঁছায়, তবে নামাজ শুদ্ধ থাকে, তবে কেরাতের সুন্নত পূর্ণ হয় না।
(ফাতহুল কাদীর ১/৩৮১)
এই রেফারেন্স টা কি ঠিক আছে?
এই অনুযায়ী নামাজ পড়লে নামাজ হবে?