আসসালামু আলাইকুম হুজুর,
আশা করি ভালো আছেন।
আমাদের মেয়ে হওয়ার ১ সপ্তাহ পর থেকে আমার আহলিয়া ফজরের পর থেকে যুহর পর্যন্ত ঠিকমতো ঘুমাতে পারে কিন্তু, যোহরের পর থেকে পরের দিনের ফজরের মাঝে যে কোনো সময় ও বেশিক্ষণ ঘুমাতে পারে না এবং ঘুম থেকে উঠলে ওর মনে হয় ওর এই ঘুমের কারণে কেউ মারা গেছে বা ওর এমন মনে হয় যে ও হয়তো বিশাল বড় কোনো গুনাহ করে ফেলেছে এবং ওর এখন মরে গেলে ভালো হতো - এক কথায়, হা হুতাশ লেগে যায়।
৫-১০ মিনিট এমন থাকে পরে আবার সব ঠিক হয়ে যায়।
হুজুর, এই অবস্থা থেকে উত্তরণের কোনো আমল যদি থাকে, তাহলে দয়া করে যদি একটু বলতেন।