আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
অক্টোবর মাসের ১ তারিখে আমার হায়েয শেষ হয় এরপর আমার হায়েয শেষ হওয়ার ১২ দিন পর রক্ত দেখা দেয় এবং বিরতিহীন ভাবে ৬ দিন রক্ত থাকে। এরপর আমি ১৯ এবং ২০ তম দিন রক্তপাতহীন অতিবাহিত করি অত:পর ২২ তম দিনে আবারও রক্ত দেখা দেয়। কোন দিনগুলো আমার হায়েযের দিন এবং কোনগুলো ইস্তিহাযা। জানিয়ে বাঁধিত করবেন।
উল্লেখ্য আমার স্বাভাবিক হায়েয ৭ দিন থাকে।