আসসালামু আলাইকুম। আমি তখন একটা বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। ঐদিন ইস্তেখারা করেছে কিনা বলতে পারছিনা। ডান কাতে বা বামকাতে ছিলাম তাও মনে নেই, স্বপ্নে দেখি, একজন লম্বা আরবীয় পোশাক পরিধানকারী, চেহারাটা পরিষ্কার মনে নেই, তবে মনে হয়েছে উনি যথেষ্ট সুন্দর। আমি উনাকে কিছু একটা দিতে গিয়েছি। আমার হাতে মোজা ছিল না, আমি বোরকা দিয়ে হাত ঢেকে উনার সামনে কিছু রেখেছি। উনি আমার পর্দার প্রশংসা করলেন । খুশি হলেন হাত ঢেকে পর্দা করেছি দেখে, তখন আমার সাথে আরেকজন মহিলা ছিল।
আমি ওই জিনিসটা ওনাকে দিয়ে তাড়াতাড়ি চলে আসি।আমি জানিনা, স্বপ্নটা আমি কাকে নিয়ে দেখেছি। অনেক পরে আমার মনে হল আমি কি নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে স্বপ্নে দেখেছি কিনা? উনি স্বাভাবিক মানুষদের চেয়ে লম্বা ছিলেন। যথেষ্ট সুন্দর চেহারার ছিলেন এরকম মনে হচ্ছিল যদিও স্পষ্ট ছিল না চেহারাটা। উনার পাশে একটু দূরে আরেকজন দাঁড়িয়ে ছিলেন।যদিও উনি উনার মত এত লম্বা ছিলেন না । মাঝারি আকৃতির। কিন্তু উনার সাথে আমার কোন কথা হয়নি । আমার এই স্বপ্নটা কি কোন অর্থ বহন করে আমি কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি?
আমি আসলে উনাকে দেখতে চাই,, ইনশাআল্লাহ। কি কি আমল করতে পারি কাইন্ডলি??? দোয়া করবেন আমি যেন নবী সাল্লাল্লাহু সাল্লামকে স্বপ্নে দেখতে পারি