আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
আসসালামুআলাইকুম,
সেলুনের দোকানে ছেলেদের দাড়ি না কেটে শুধু চুল কাটলে ,উপার্জন হালাল হয়।এখন আমার প্রশ্ন হচ্ছে

(প্রশ্ন১)সেলুনের দোকানে মুসলিম ছেলেদের চুল কাটার সময়,কাফেরদের বিভিন্ন স্টাইলে চুল কাটলে কি উপার্জন হালাল হবে?

(প্রশ্ন 2)সেলুনের দোকানে কাফের ছেলেদেরকে কাফেরদের বিভিন্ন স্টাইলে চুল কাটলে,যেমন মাথার কিছু অংশে চুল রেখে,কিছু অংশে চুল কাটলে,উপার্জন কি হালাল হবে?

1 Answer

0 votes
ago by (724,500 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সেলুনে হালাল কাজ করে যেমন চুল মুন্ডিয়ে,খাটো করে যে ইনকাম হবে, সেই ইনকাম হালাল। তবে দাড়ি মুন্ডিয়ে,ভ্রু চেচে তথা হারাম কাজ করে যেই ইনকাম হবে,সেটা হারাম হিসেবে বিবেচিত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/98553

لما في البدائع الصنائع:
" وعلى هذا يخرج الاستئجار على المعاصي أنه لا يصح لأنه استئجار على منفعة غير مقدورة الاستيفاء شرعًا كاستئجار الإنسان للعب واللهو، وكاستئجار المغنية، والنائحة للغناء، والنوح ... وكذا لو استأجر رجلا ليقتل له رجلا أو ليسجنه أو ليضربه ظلما وكذا كل إجارة وقعت لمظلمة؛ لأنه استئجار لفعل المعصية فلا يكون المعقود عليه مقدور الاستيفاء شرعا، فإن كان ذلك بحق بأن استأجر إنسانا لقطع عضو جاز.
(كتاب الإجارة،فصل في أنواع شرائط ركن الإجارة (4/ 189)،ط. دار الكتب العلمية، الطبعة: الثانية، 1406هـ - 1986م)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)সেলুনের দোকানে মুসলিম ছেলেদের চুল কাটার সময়,কাফেরদের বিভিন্ন স্টাইলে চুল কেটে দেওয়া জায়েয হবে না। তবর উপার্জন নাজায়েয হবে না।

(২) সেলুনের দোকানে কাফের ছেলেদেরকে কাফেরদের বিভিন্ন স্টাইলে চুল কাটলে,যেমন মাথার কিছু অংশে চুল রেখে,কিছু অংশে চুল কাটলে,উপার্জন হারাম হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (46 points)
উপার্জন হারাম হবে না কেন? সে তো হারাম কাজে সহযোগিতা করে টাকা আয় করছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...