ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আর সূরা বায়্যিনাহ সম্পূর্ণ পড়ে খাবারে ফু দিয়ে সেই খাবার খাইবেন।
নিম্নোক্ত দু'আ বেশী করে পড়া। বিশেষত সকাল সন্ধ্যা পড়া।কমপক্ষে তিনবার পড়ে হাতের তালুতে ফুক দিয়ে আক্রান্ত স্থানে হাত বুলিয়ে দিতে হবে।
أسألُ الله العَظِيمَ ربَّ العَرْشِ العَظيمِ أنْ يَشْفِيَنى
(২) যেহেতু সে কুরআনকে গালি দিয়েছে, তাই তার সাথে সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে।
(৩) উকিল পেশার ইনকাম সন্দেহপূর্ণ। তাই উকিলকে জিজ্ঞাসা করতে হবে? তার ইনকাম হালাল কি না? হালাল হলে কত পার্সেন্ট হালাল। তারপর সিদ্ধান্ত নিতে হবে।
(৪) তাহাজ্জুদ নামায আদায়ের পরে বিতর সালাত আদায় করতে করতে যদি ফজরের ওয়াক্ত হয়ে যায়, তাহলে বিতির আদায় হবে।