আসসালামু আলাইকুম।
যদি কোন লোক জানে যে ওই জিনিসের দিকে তাকালে আল্লাহ সম্পর্কে খারাপ শব্দ বা চিন্তা আসে।
তবুও সে ইচ্ছাকৃতভাবে তাকাতে চায়,
এবং ভাবে, “যদি খারাপ শব্দ আসে, তবে আমি শুধু তার প্রথম অক্ষর মনে করব, যেন পুরো খারাপ শব্দটা মনে না আসে।”
একজন ব্যক্তি এই প্রশ্নের নিম্নত্ত উত্তরে দিয়েছেন যেগুলো নিচে লেখা হলো।
তার দেওয়া উত্তর গুলো সম্পন্নরূপে সঠিক কিনা ভালোভাবে পড়ে উত্তরটি দয়া করে জানাবেন।
(১) প্রথমত — এই খারাপ চিন্তাগুলো নিজে থেকে আসছে না,
এগুলো শয়তানের ওয়াসওয়াসা।
অর্থাৎ — আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা আসা, এটা তোমার নিজের ইচ্ছা নয়,
এটা শয়তানের কাজ।
---
(২) কিন্তু তুমি যদি জেনে শুনে এমন কিছু করো যা সেই চিন্তা আসতে পারে,
অর্থাৎ — “দেখি আসে কি না” বা “আমি শুধু প্রথম অক্ষরটা মনে করব” —
তাহলে এটা নিজেকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলা।
তাই এটা গুনাহ, এবং শয়তানের চাল।
(৩) কিন্তু এতে ইমান নষ্ট হয় কি না —
না, ইমান নষ্ট হয় না,
যতক্ষণ না সে আল্লাহ সম্পর্কে আসা খারাপ চিন্তাকে সত্য বা গ্রহণযোগ্য মনে করে।
যদি সে মনে করে:
“এই চিন্তাগুলো ভুল, আমি শুধু ভয় পাচ্ছি, নিজেকে সামলাতে চাই” —
তাহলে ইমান অটুট,
কিন্তু তার কাজটা ভুল ও বিপজ্জনক।
হুজুর আপনি দয়া করে উত্তরটি জানাবেন।