হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ ﷺ سَاجِدٌ عِنْدَ الْبَيْتِ وَجَمَاعَةٌ مِنْ قُرَيْشٍ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ بَنِي فُلَانٍ فَيَأْخُذُ سَلَاهَا، فَيَضَعُهَا عَلَى ظَهْرِ مُحَمَّدٍ ﷺ إِذَا سَجَدَ؟ فَانْبَعَثَ أَشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ النَّبِيُّ ﷺ وَضَعَهَا عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ، وَإِنِّي لَأَنْظُرُ، فَجَعَلُوا يَضْحَكُونَ، وَيَمِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ ﷺ سَاجِدٌ لَا يَرْفَعُ رَأْسَهُ حَتَّى جَاءَتْ فَاطِمَةُ فَطَرَحَتْ عَنْهُ ذَلِكَ، ثُمَّ أَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ ﷺ صَلَاتَهُ رَفَعَ صَوْتَهُ ثُمَّ دَعَا عَلَيْهِمْ، وَكَانَ إِذَا دَعَا دَعَا ثَلَاثًا، وَإِذَا سَأَلَ سَأَلَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ» ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا سَمِعُوا صَوْتَهُ ذَهَبَ عَنْهُمُ الضَّحِكُ، وَخَافُوا دَعْوَتَهُ، ثُمَّ سَمَّى: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَبِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ».
قَالَ: فَلَقَدْ رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ ﷺ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، فَأُلْقُوا فِي الْقَلِيبِ غَيْرَ أُمَيَّةَ، أَوْ كَمَا قَالَ.
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বর্ণনা করেন —
একবার রাসূলুল্লাহ ﷺ কাবার কাছে সিজদাহতে ছিলেন, আর কুরাইশদের একদল সেখানে বসেছিল। তখন তাদের কেউ কেউ বলল, “তোমাদের মধ্যে কে যাবে অমুক বনী-ফুলানের উটটি যে গতকাল জবাই করা হয়েছিল, তার নাড়িভুঁড়ি (অন্ত্র) এনে মুহাম্মদ ﷺ -এর পিঠে রেখে আসবে যখন তিনি সিজদাহ করবেন?”
তাদের মধ্যে সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি উঠে গেল। নবীজি ﷺ যখন সিজদাহে গেলেন, সে এসে উটের নাড়িভুঁড়ি তাঁর পিঠের মাঝে রেখে দিল। আমি (ইবনু মাসউদ) তা দেখছিলাম। তারা সবাই হাসতে লাগল এবং একে অপরের উপর ঝুঁকে পড়ল।
নবীজি ﷺ তখনও সিজদাহতে ছিলেন, মাথা তুললেন না যতক্ষণ না ফাতিমা (রাঃ) এসে তাঁর পিঠ থেকে নাড়িভুঁড়ি সরিয়ে দিলেন। এরপর তিনি (ফাতিমা) তাদেরকে গালাগাল করতে লাগলেন।
নবীজি ﷺ নামাজ শেষ করে দোয়া করলেন এবং তিনবার বললেন:
«اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ»
অর্থ: “হে আল্লাহ! তুমি কুরাইশদের (এই দুষ্টদের) উপর ধ্বংস পাঠাও।”
তারপর তিনি তাদের নাম ধরে বললেন:
“হে আল্লাহ! তুমি আবূ জাহল, উতবা ইবনু রাবিয়া, শাইবা ইবনু রাবিয়া, ওয়ালিদ ইবনু উতবা, উমাইয়া ইবনু খালাফ ও উকবা ইবনু আবি মুআইতের উপর শাস্তি দাও।”
ইবনু মাসউদ (রাঃ) বলেন:
“আমি পরে দেখেছি, রাসূলুল্লাহ ﷺ যাদের নাম নিয়েছিলেন — সবাই বদরের যুদ্ধে নিহত হয়েছিল এবং কূপে ফেলে দেওয়া হয়েছিল।”
(সহীহ বুখারী, হাদীস নং 240
সহীহ মুসলিম, হাদীস নং 1794)
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেই ব্যাক্তি তার উপর ময়লা নোংরা পানি ফেলে দিয়েছে,মাজলুম হিসেবে তার বিরুদ্ধে বদ দুয়া করা যাবে।