যেহেতু ব্যাংকের হিসাব মানেই সুদের হিসাব, কিন্তু ইসলামি ব্যাংক তারা বলে যে তারা ইসলামি শরিয়াহ মেনে চলে। বাবা মা চাচ্ছে আমি কোন একটা চাকরীতে ঢুকি কারণ আমার এখনো বিয়ে হয়নি খালি বসে থাকার চেয়ে ভালো হবে। দুটি বিষয় নিয়ে সমস্যা একে তো ব্যাংক এবং তার সাথে আমি মেয়ে মানুষ, পর্দা নষ্ট হবে। চাকরীর জন্য পরীক্ষা দিতে হবে এবং হবে কিনা তার নিশ্চয়তাও নেই। কিন্তু হয়ে গেলে কি চাকরীটা করা উচিত কিনা।