আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
14 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
reshown by
১. কোন হাদিসে আছে দাজ্জালের ডান চোখ অন্ধ থাকাবে আবার কোন হাদিসে আছে বাম চোখ অন্ধ থাকবে দুইটা হাদিস কি বিপরীত মুখি হয়ে গেছে নাকি?

২. দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে এখন যারা গুনাগার মুসলমান বা দুর্বল ইমানের অধিকারী ওনারা কি তা পড়তে পারবে না?

৩. ইস্পাহানের ৭০ হাজার ইহুদী দাজ্জালের অনুসরণ করবে তাহলে বাকি ইহুদীরা কি দাজ্জালের অনুসরণ করবে না?

৪. অন্য ধর্মের লোকজন কি দাজ্জালের অনুসরণ করবে?

৫. ইজমা ও কিয়াস দুই ক্ষেত্রে  শরীয়তের কোন মাসলা মাসায়েল অনুসন্ধান করার ক্ষেত্রে কি ইজতিহাদ  করে বের করে নাকি?

৬. আহলে হক মুজতাহিদ ও মুজতাহিদ ফকিহ কাদের বলে? পার্থক্য আছে নাকি

৭. শরীরে কোন স্থানে নাপাকি লাগলে তা পানি দিয়ে ধোঁয়ার সময় ঐ পানি গড়িয়ে আশে পাশে শরীরের অন্য স্থানে লাগলে কি ঐ স্হান নাপাকি হয়ে যাবে। আর যদি কোন সমস্যা হয় তাহলে কিভাবে নাপাকি পরিষ্কার করবো জানাবেন

৮. প্রসাব বা পায়খানার পর যখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তখন অঙ্গগুলোতে পানি থাকে ঐ পানি যদি কাপড়ে সাথে লাগলে কি কাপড় নাপাক হবে?

1 Answer

0 votes
by (724,500 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)  দাজ্জালের ডান চোখ অন্ধ থাকাবে, এটাই বিশুদ্ধ মত।

(২)দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে  দুর্বল ইমানের অধিকারীরাও তা পড়তে পারবে। 

(৩) ইস্পাহানের ৭০ হাজার ইহুদী দাজ্জালের অনুসরণ করবে এখানে অনেক বেশী লোক বুঝানো উদ্দেশ্য। 

(৪) মুসলমান ব্যতিত সকল ধর্মের লোকজন দাজ্জালের অনুসরণ করবে।

(৫)  শরীয়তের কোন মাসলা মাসায়েল অনুসন্ধান করার ক্ষেত্রে কি ইজতিহাদ করে বের করে হবে।

(৬) আহলে হক মুজতাহিদ ও মুজতাহিদ ফকিহ এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না?  জানা নেই।

(৭) শরীরে কোন স্থানে নাপাকি লাগলে তা পানি দিয়ে ধোঁয়ার সময় ঐ পানি গড়িয়ে আশে পাশে শরীরের অন্য স্থানে লাগলে  ঐ স্থানও নাপাকি হবে না।

৮. প্রসাব বা পায়খানার পর যখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা হয় তখন অঙ্গগুলোতে পানি থাকে ঐ পানি যদি কাপড়ে সাথে লাগলে  কাপড় নাপাক হবে না।


مأخَذُ الفَتوی
سنن أبي داؤد: (رقم الحديث: 4320، ط: دار الرسالة العالمیة)
حدثنا حيوة بن شريح، حدثنا بقية، حدثني بحير بن سعد، عن خالد بن معدان، عن عمرو بن الأسود، عن جنادة بن أبي أمية عن عبادة بن الصامت أنه حدثهم، أن رسول الله - صلى الله عليه وسلم - قال: "إني قد حدثتكم، عن الدجال حتى خشيت أن لا تعقلوا، إن مسيح الدجال رجل قصير أفحج، جعد أعور، مطموس العين، ليس بناتئة ولا جحراء، فإن ألبس عليكم، فاعلموا أن ربكم ليس بأعور"

صحيح مسلم: (رقم الحديث: 2933، ط: دار إحياء التراث العربي)
وحدثني زهير بن حرب. حدثنا عفان. حدثنا عبد الوارث عن شعيب بن الحبحاب، عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم "الدجال ممسوح العين مكتوب بين عينيه كافر" ثم تهجاها ك ف ر. "يقرؤه كل مسلم".


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
উস্তাদ গুনাগার মুসলমান বা দুর্বল ইমানের অধিকারী ওনারা কি দাজ্জালের অনুসরণ থেকে বাঁচতে পারবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 444 views
...