ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সমস্ত কুরআনে কারীম-ই মু'মিনের জন্য হেদায়ত, শে'ফা ও রহমত স্বরূপ। আল্লাহ তা'আলা বলেন-
ﻭَﻧُﻨَﺰِّﻝُ ﻣِﻦَ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻣَﺎ ﻫُﻮَ ﺷِﻔَﺎﺀ ﻭَﺭَﺣْﻤَﺔٌ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ الخ
আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।(সূরা বনী ইসরাঈল-৮২)
ﻗُﻞْ ﻫُﻮَ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻫُﺪًﻯ ﻭَﺷِﻔَﺎﺀٌ
বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার।(সূরা হা-মীম সেজদা-৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/997
খতম সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1145
একটি মূলনীতি জানা থাকলে এ বিষয়গুলো বুঝা খুবই সহজ। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1286
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুমুর্ষ রোগীদের বিনিময় গ্রহণ করে খতম বা দু'আ করা জায়েয। যা প্রথমোক্ত লিংকে রেফারেন্স সহ বর্ণিত রয়েছে। এইসব দু'আ বা খতম পড়ানো জরুরী বা নিশ্চিত শেফাদানকারী নয়। বরং একটি উসিলামাত্র। হয়তো আল্লাহ কবুল করতে পারেন। যারা গরীব তাদের উচিত তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে দু'আ করা। এবং ধনীরাও যদি নিজে নিজে দু'আ করেন, তাহলে সেটাও উত্তম হিসেবে বিবেচিত হবে।