আসসালামু আলাইকুম। আমি বাসা থেকে দূরে একটি সরকারি মেডিকেলে ৪র্থ বর্ষে পড়ি। মেডিকেলে ভর্তির সময় মাইগ্রেশন করে অন্য মেডিকেলে যাওয়ার সুযোগ থাকে কিন্তু পরবর্তীতে সে সুযোগ থাকে না।
আজ সকালে সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা অনেকটা এরকম -
আমি কোন ভাবে জানতে পেরেছি যে বাসার পাশের মেডিকেলে কয়েকজনকে ভর্তির সুযোগ দেওয়া হবে। একথা আমি আমার আম্মুর সামনে একটু বলি। এরপর আম্মু সাথে সাথে বাসার পাশের মেডিকেলে চলে যান এবং সেখানে প্রিন্সিপাল স্যারের কাছে বেশ কয়েকদিন ঘুরাঘুরি করেন। আমি প্রতিদিন আম্মুর সাথে যেতাম তবে আমি কিছু করতাম না দাঁড়িয়ে থাকতাম।
প্রিন্সিপাল স্যার প্রথমে চেঞ্জ করার ব্যাপারে রাজি ছিলেন না৷ আম্মুকে অপমানও করেন,তখন আমি বিরক্ত হয়ে বলি স্যার আমি কিন্তু অলরেডি একটি মেডিকেলের স্টুডেন্ট, আপনি আমার আম্মুর সাথে এমন আচরণ করতে পারেন না। এর পরদিন আম্মু আবার স্যারের কাছে যান এবং স্যার তখন সাইন করে দেন। আমি আম্মুর সাথে যেতাম ঠিকই তবে ভেবেছিলাম স্যার রাজি হবেন না। এটা সম্ভব না। কিন্তু শেষ দিন স্যার সহজে সাইন করে দেন। এই কয়েকদিন যদিও আমি আম্মুর সাথে ঘোরাঘুরি করি স্যারের সাইন পেয়ে আমি অনেক চিল্লায়ে কান্নাকাটি শুরু করি। আমি বলতে থাকি এখানে আমি কিভাবে পড়বো, এখানে আমার কোন বন্ধু নেই। আগের মেডিকেলে আমার সব কাছের বন্ধুরা আছে, আপন মানুষ আছে তাদের ছেড়ে আমি কিভাবে থাকবো এখানে। কিন্তু কাঁদতে কাঁদতে আগের হোস্টেল থেকে কিছু জিনিসপত্র নিয়ে নতুন হোস্টেলে চলে আসি। আসার পর হসপিটালে ওয়ার্ড করতে যেতে হয়, তবে সে ওয়ার্ড হসপিটালে না হয়ে পুকুরের পানিতে। অনেক বিশাল বিশাল পুকুর একটা আরেকটার সাথে সংযোগ করা। আমি সাঁতার পারি না, ভাবি এখানের সবাই তো আগে থেকে পারে, এদেরকে শেখানো হয়েছে। তবু সবার সাথে কাঁদতে কাঁদতে পুকুরের পানিতে নেমে আগাতে থাকি। এ অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার চোখে পানি।
প্রসঙ্গত, এই ৪র্থ বর্ষে এসে কখনোই কলেজ চেঞ্জ করা নিয়ে চিন্তাভাবনা করি না। তবে কিছুদিন যাবত বিয়ে নিয়ে চিন্তা ভাবনা এবং পেরেশানিতে আছি। অনলাইনে একটি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে প্রপোজাল পাঠানো হয়েছে। তাদের পক্ষ থেকে কোন উত্তর আসেনি। তাছাড়া আমি চাকরি করতে চাই না পড়া শেষে, কিন্তু আমার ফ্যামিলি বলে পর্দা করে সম্ভব হলে করো। আর আমাদের যে কোন অর্জনে আমার আম্মু অনেক বেশি কষ্ট করেন।
এসবের কোন কিছুর সাথে স্বপ্নটি সংযুক্ত কিনা নাকি এমনিতে দেখেছি বুঝতে পারছি না। ব্যাখ্যা করে দিলে মুনাসিব হয়।অগ্রিম জাযাকাল্লাহ খয়র