আসসালামু আ'লাইকুম। আমি কিছুদিন আগে মনে মনে একটা প্রতিজ্ঞা করি যে আমি আগামী পিরিয়ডের আগপর্যন্ত আর বাইরের কোনো খাবার যেমন কেক, পাউরুটি চানাচুর বিস্কিট চিনির খাবার খাবনা। কিন্তু ফল-মূল বা ঘরের খাবার খাব। আবার কেকজাতীয় কিছু ঘরের হলেও খাবনা। আবার কেউ জোর করলে বা মেহমান এসে জোর করলে খাব। যদি এই প্রতিজ্ঞা ভাঙি তাহলে ১০ রাকাত নফল নামাজ পড়ব আর ২০০ টাকা সদকা করব। এরপরে আজকে মেহমান আসায় মা লেবুর শরবত বানিয়েছিল চিনি দিয়ে, সোটা আমি ভুলে খেয়ে ফেলেছি৷ মানে হঠাৎ দেখে মনে হল এটা তো লেবুই, খেয়ে ফেলি৷ তারপর মনে পড়ল আমি তো চিনির খাবার না খাওয়ারও প্রতিজ্ঞা করেছিলাম। একঢোক খেয়ে আর খাইনি। আর আমার পরিষ্কার মনেও পড়ছেনা শরবত খাওয়াও প্রতিজ্ঞা ভঙ্গের মধ্যে পড়বে কীনা। লেবু হলে তো খাওয়া যায়, আবার চিনি তো খাওয়া যাবেনা। এখন কি এজন্য নফল নামাজ, সদকা দিতে হবে? কাফফারাও দিতে হবে? আল্লাহর নামে কসম কাটিনি। তবে খাবার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে এই শর্ত দিয়েছিলাম।