আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তায।
আমার পরিচিত একজন ওয়েবসাইট ফ্রিল্যান্সার। তিনি ঘরে বসেই নিজের কম্পিটারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের অর্থাৎ ক্লায়েন্টের বিভিন্ন প্রয়োজনে (যেমন তাদের ব্যবসা, সাইন্টিফিক রিসার্চ, অনলাইনে সেবা দান) ওয়েব সাইট তৈরি করে থাকেন। এই কাজ করার সময় অনেক বিদেশী সেবা গ্রহীতা তাদের ওয়েবসাইটের পোর্টফোলিও তে মাঝে মধ্যে মহিলাদের ছবি দিয়ে থাকে। বিভিন্ন লেখা বা আর্টিকেল এর সাথে ছবিগুলো সংযুক্ত করতে চায়। এই ক্লায়েন্ট বিভিন্ন লেখা বা তথ্য যা তারা তাদের ওয়েবসাইটে প্রদর্শন করাতে চান, তা তারা ওয়েবসাইট তৈরী কারক বা ফ্রিল্যান্সারকে সরবরাহ করেন। তার সাথে তারা যে ছবি তাদের ওয়েবসাইটে দেখাতে চান, তাও সরবরাহ করেন।
এখানে উল্লেখ্য যে, আমার পরিচিত কোন ছবি বা কার্টুন তৈরি করেন না। তিনি শুধু ওয়েবসাইট তৈরি করে দেন ।
অনেক সময় অনেক মহিলা ক্রেতা বা ক্লায়েন্ট ভিডিও কলের মাধ্যমে ওয়েবসাইটে তার রিকোয়ারমেন্ট বুঝিয়ে দেন যে তারা তাদের ওয়েবসাইট কিভাবে সাজাতে চায়।
বিদেশে অধিকাংশই বিধর্মী ক্লায়েন্ট। সবাই পর্দা করে না। সে ক্ষেত্রে আমার পরিচিত ব্যক্তি কি ওই কাজগুলো করতে পারবেন নাকি শরীয়ত নিষেধ করে?
তিনি নিজে নিজে এই চিন্তা করছেন যে, তিনি যদি কোন দোকান দেন, তাহলে তো সেখানে অনেক মহিলা কাস্টমার আসবেন। তারপরে অনেক পণ্যে বিশেষকরে কাপড় বা অনেক খাদ্যদ্রব্য এর প্যাকেট, বিজ্ঞাপনে এমনকি ডিটারজেন্ট এর প্যাকেটের মহিলাদের ছবি থাকে । সেক্ষেত্রে দোকানদার চেষ্টা করলেও এ থেকে রেহাই পান না। যদিও ওই দোকানদার জানেন এবং বিশ্বাস করেন যে এগুলো খারাপ।
এখন কি আমার পরিচিত ব্যক্তি ওই কাজগুলো করতে পারবেন? কেউ যদি তার থেকে কাজ করিয়ে নিতে চান, তিনি কি তাদের ফিরিয়ে দেবেন অথবা ফিরিয়ে দিলেও কিভাবে ফিরিয়ে দেবেন?