আস সালামু আলাইকুম।
আমি আনুমানিক ২/৩ বছর পূর্বে আমার এক আত্মীয়ের সাথে নিজের বিয়েকে কেন্দ্র করে স্বপ্ন দেখে ছিলাম। আমি সাধারনত চেষ্টা করি পরিপূর্ণ পর্দা করে চলার। স্বপ্নের মাঝে দেখেছিলাম আমার ওই আত্মীয়ের সাথে বিয়ের পর আমি মানসিক ভাবে খুবই ভেঙে পড়ি। স্বপ্নের যেই অংশ টা স্পষ্ট মনে আছে, একদিন তিনি(আত্মীয়) খাটে বসে আছেন, আমি রুমে প্রবেশ করতেই দেখি তার বড় ভাইও তার সাথে রয়েছে, তার ভাই আমাকে কেন্দ্র করে তার নিকট এমন কিছু উল্লেখ করলেন যা দাম্পত্য জীবনে কোলাহল তৈরি করার মতন। আমি বর্তমানে নিকাব, হাতমুজা ও পরিধান করে চলি, কিন্তু স্বপ্ন তে নিজেকে আমি শুধু হিজাব পরিহিত অবস্থায় দেখি তার ভাইয়ের সামনেও এবং স্বপ্নে এটা আরো স্পষ্ট ছিলো আমার সেই আত্মীয়র সঙ্গে বিয়ের পড়ে, তার আমার প্রতি বেশ অবহেলা। এই বিষয় টা নিয়ে আমি খুব চিন্তিত কারণ বর্তমানে কিভাবে যেন সেই আত্মীয়র সঙ্গেই আমার পরিবার আমায় বিয়ে দিতে চাচ্ছেন!