কুরআন ও হাদীসে স্পষ্টভাবে নির্দেশ এসেছে যে,
আল্লাহর পথে দান করার সময় নিম্নমানের নয়, বরং ভালো ও হালাল বস্তু দেওয়া উচিত।
সূরা আল-বাকারা, আয়াত ২৬৭
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
বাংলা অনুবাদ:
“হে মুমিনগণ! তোমরা তোমাদের উপার্জিত উত্তম জিনিস এবং আমি যে জিনিস তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তার উত্তম অংশ থেকে ব্যয় করো;
আর এমন নিকৃষ্ট বস্তু ব্যয় করো না যা তোমরা নিজেরাও নিতে না, যদি না চোখ বুজে নিতে বাধ্য হও।
জেনে রাখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসার যোগ্য।”
(সূরা আল-বাকারা, ২:২৬৭)
অর্থ: আল্লাহ তাআলা বলেছেন — নিজেরাও যা নিতে লজ্জা পেতে, তা অন্যকে দিয়ো না।
দান যেন হয় ভালো, পবিত্র ও মূল্যবান জিনিস থেকে।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا
(رواه مسلم 1015)
বাংলা অনুবাদ:
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন —
“আল্লাহ পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন।”
(সহীহ মুসলিম, হাদীস ১০১৫)
অর্থাৎ, দান ও সদকার ক্ষেত্রেও আল্লাহ কেবল হালাল, উত্তম ও পরিষ্কার জিনিস গ্রহণ করেন।
عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: جَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ مِنْ طَعَامٍ، وَهِيَ أَوَّلُ صَدَقَةٍ جَاءَتْ، فَتَتَابَعَ النَّاسُ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا...
(رواه مسلم 1017)
বাংলা অনুবাদ:
আনসারদের এক ব্যক্তি কিছু খাদ্য এনে দান করেন — সেটাই ছিল প্রথম দান, তারপর লোকেরা তাকে দেখে দান শুরু করে।
রাসুলুল্লাহ ﷺ বলেন,
“যে ব্যক্তি ইসলামে একটি ভালো রীতি শুরু করে, তার জন্য সেই রীতির সওয়াব রয়েছে…”
(সহীহ মুসলিম ১০১৭)
অর্থাৎ, ভালো মানের জিনিস দান করলে অন্যরাও উৎসাহিত হয়, এটি সওয়াবের কাজ।
تَصَدَّقُوا وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
(رواه البخاري 1417, مسلم 1016)
বাংলা অনুবাদ:
“দান করো, তা অর্ধেক খেজুর দিয়েও হোক।”
(সহীহ বুখারী, ১৪১৭)
মানে হলো — সামান্য দান হলেও সেটা হালাল, পবিত্র ও উত্তম নিয়তে হতে হবে।
“পোড়া, নষ্ট, অপবিত্র” কিছু নয়।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,