আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
আসসালামু আলাইকুম উস্তাদ। আমার সমস্যাটি কিছুটা জটিল। দয়া করে সমাধান দিবেন।
* রাকিব নামক একজন জিহাদ নামক একজনকে তার কাজের জন্য নিয়োগ দেয়। এক্ষেত্রে রাকিব কাজ খুঁজে আনে অন্য কোম্পানি থেকে, কাজ জিহাদকে দিয়ে করায়, এবং কাজ জমা দেয়ার পর একটা অংশ নিজের কাছে রাখে। মূল কোম্পানির সাথে জিহাদের কোন সম্পর্ক নেই। তার নিয়োগদাতা, বেতনদাতা একজন ই, রাকিব।
* একদিন রাকিব নতুন একটি কোম্পানি থেকে কাজ এনে দেয়, জিহাদকে ফিক্সড ১৫ হাজার টাকা দিবে বলে। জিহাদ প্রায় এক মাস কাজ করে, কাজ জমা দেয়। কিন্তু একদিন রাকিব বলে সে এখন ট্রেইনিং স্টেজে আছে, তাই তাকে প্রথম মাসে ১০ হাজার ই দেয়া হবে।
* একদিন অতিরিক্ত কাজের চাপে এবং বাজে ব্যাবহার এর কারণে জিহাদ রাকিবকে বলে দেয় সে কাজ করবেনা। রাকিব বলে কাজ ছেড়ে দিলে তাকে টাকা দেয়া হবে না। জিহাদ বলে টাকার প্রয়োজন নেই। এর দ্বারা সে যেই কাজটি একমাস ধরে করেছিল এবং অন্তত ৬০% শেষ করেছিল, সেই কাজের টাকা নিবেনা বুঝিয়েছিল।
* এদিকে রাকিব তাকে সিকিউরিটি টাকা হিসেবে তার প্রথম মাসের টাকা আটকিয়ে রেখেছিল, যা সে রিজাইন করলে দিবে বলেছিল। এর বাইরেও আরো এক মাসের টাকা সে দেয়নি। দুই মাসে ২০ হাজার টাকার বেশি রাকিব আটকে রাখে।
* পরে জিহাদ তার টাকা দাবি করলে রাকিব দিতে অস্বীকার করে। এবং বলে জিহাদ নতুন কাজটি ছেড়ে দেয়ায় তার ক্ষতি হয়েছে। কি ক্ষতি বলেনি, তবে ধরে নেই তার নতুন কোম্পানির চাকরি চলে যায়। কিন্তু জিহাদ এর মূল কোম্পানির সাথে কখনোই কোন সম্পর্ক ছিল না, এবং সে তার অসম্পূর্ণ কাজের টাকাও চায়না।
* যেহেতু রাকিব টাকা দিবেনা বলেছিল এবং জিহাদ ও টাকা লাগবেনা বলেছিল (অবশ্যই নতুন জবের) এবং রাকিব দাবী করছে এতে তার ক্ষতি হয়েছে, এক্ষেত্রে কি জিহাদ তার দুই মাসের টাকা (সিকিউরিটি টাকা+স্যালারি) চাইতে পারে?

1 Answer

0 votes
by (731,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/788

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জিহাদ সে সিকিউরিটির টাকা এবং স্যালারির টাকা দুটোই পাবে। হ্যা, জিহাদ যদি তার প্রাপ্য স্যালারির টাকা নিবে না বলে এখনও স্বীকার করে, এবং মনেপ্রাণে সে বলে, তাহলে তখন রাকিব দায়মুক্ত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...