আস সালামু আলাইকুম। আমার কিছু স্বর্ন ও রুপা আছে। যা দিয়ে রুপার নিসাব পুর্ন হয়। আলহামদুলিল্লাহ। এখন, আমার এক জোড়া হাতের চুরি আছে যেটা ব্রোঞ্জের উপর ৫ আনা স্বর্নের প্রলেপ দিয়ে বানানো । বানানোর সময় স্বর্নকার বলছিলো যে ওইটা আমি যদি বানানোর পরেরদিন ও বিক্রি করি তাহলে অর্ধেক স্বর্ন পাবো। তাহলে আমি কি ৫ আনা ধরে যাকাত দিবো নাকি অর্ধেক ধরে আড়াই আনা হিসেবে যাকাত দিবো?
২. আমার কাছে আমার নাবালক বাচ্চাদের কিছু স্বর্ন ও রুপার গহনা আছে যেগুলো তারা উপহার পেয়েছে। যেহেতু আমার কাছে আছে তাই আমি চাইলে তা ব্যবহার করতে পারি। কিন্তু আমি সেগুলো বিক্রি করবো না। এখন এই গহনার যাকাত কি আমাকে দিতে হবে?