একজন বিধবা মহিলার, জমি বিক্রি করা ৩ লাখ টাকা আছে। কিন্তু এত টাকা ঘরে রাখার মতো না, যেহেতো মহিলাকে সুরক্ষা দেওয়ার মতো ভরসাযোগ্য কেউ নাই। মহিলার মেয়েদের বিয়ে হয়ে গেছে। বড় একটা ছেলে আছে, যার দ্বীনের বুঝ নাই, ছেলে বিবাহিত এবং বাচ্চা আছে, মাকে খাওয়ার জন্য টাকা দিলে ও ঐ টাকা দিয়ে খোটা দেয়, মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, ছেলে ও বিশ্বাসযোগ্য না, আর একটা ছোট ছেলে আছে, (৮-৯) বছর বয়স, মাদ্রাসায় থেকে পড়াশোনা করে । মহিলার চলার মতো কোন টাকা পয়সা তার স্বামী রেখে যায় নাই। মহিলার খাওয়া দাওয়া, আবার ছোট ছেলেটাকে পড়ানো কষ্টই হয়ে যায় ।
এখন প্রশ্ন হচ্ছে ঐ মহিলা এত্ত টাকা ঘরে রাখতে পারবে না। জায়গার ওপর টাকা দিতে চাইছিল কিন্তু ভরসাযোগ্য কোন মানুষ পায় না । একজন ব্যাবসার জন্য ঐ টাকাটা নিতে চাচ্ছে (সুতার ব্যাবসা) ধরা বাদা কোন টাকার কথা নাই। যে লোক টাকাটা নিবে ঐ টাকা ব্যবসা খাঁটিয়ে লাভ যা হয় তার থেকে, খুশি হয়ে কিছু টাকা অভিধবা মহিলাকে দিবে । উল্লেখ্য (এখানে টাকা দেয়া নিয়ে কোনো কথা হয়নি, ওই টাকা ব্যবসায় খাঁটিয়ে ওই লোক খুশি হয়ে যা দিবে তাই) এখন এইটা কি সুধ হবে?????
খুশি হয়ে যে টাকাটা দিবেন ওইটা নিজে ব্যবহার না করে অন্য কাউকে দিয়ে দিলে ওইটাতেও কি গুণ হবে ( টাকা চুরি ডাকাতি হওয়ার ভয় থেকে রক্ষা করার নিয়তে যদি ওই লোকটা দেয় ব্যবসার উপর)