اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
কিছুদিন আগে আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, সেসময় আমি মানত করে ফেলি মা সুস্থ হলে আমার সোনার একটি চেইন আমি সাদাকা করে দিব। মা এখন অনেকটা সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ্।
১/ আমার প্রশ্ন হলো এভাবে মানত করা কি ঠিক হয়েছে ? এটা কি ইসলাম অনুমোদন দেয় ? এবং এখন কি এটা পূরণ করতেই হবে নাকি না করলেও সমস্যা নেই ?
২/ আর যদি পূরণ করতে হয় সেক্ষেত্রে আমি কি এই সাদাকা সরাসরি না করে এই সাদাকার টাকাটা মা কে উমরাহ তে পাঠানোর জন্য ব্যয় করতে পারব ? অর্থাৎ এই সোনার চেইন টা বিক্রি করে সেই টাকা মায়ের উমরাহ্ তে যাওয়ার খরচে ব্যয় করলাম তাহলে কি মানত পূর্ণ হবে ?
৩/ নাকি এটি সরাসরি সাদাকা করতে হবে ?