আসসালামু আলাইকুম।
আমি ২ বার ২টা বিষয়ে কসম করেছিলাম। একবার ভুল করে কসম ভেংগে ফেলি। আরেকবার অনেক চেষ্টা করেও কসম রাখতে পারিনি। তাই ২ বারই কসম ভেংগে গেছে। এখন জানতে চাই, আমি কসমের কাফফারা হিসেবে ৩টা করে ৬টা রোযা রাখলেই হয়ে যাবে না?
আমি স্টুডেন্ট এবং আমার ফ্যামিলি থেকে হাত খরচের জন্য বিশেষ কোনো টাকা দেওয়া হয় না। আমি টিউশন করিয়ে কিছু টাকা হাতে রেখেছি। জমানো কিছু টাকাই আছে যেটা পরে প্রয়োজনের সময় খরচের জন্য রেখেছি।
আর যদি এভাবে না হয়, খাবার খাওয়াতে হয় সেটা কীভাবে করবো? মানে ২টা কসমের জন্য ২০ জনকে খাওয়াবো? অথবা ২০ জনকে ফিতরা পরিমান প্রায় ২ হাজার টাকা দিবো?