اَلسَّلاَمُ عَلَيْـــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
উস্তাদজী, কিছু বোনেরা ৪১ দিনের একটি আমলী প্রোজেক্টের আয়োজন করেছেন। সেখানে সর্বোচ্চ আমলকারী বোনকে হাদিয়া দেয়া হবে। প্রোজেক্টে একটি রুলস হলো,১ টি আমল মিস গেলে ৩০ টাকা জরিমানা। এই জরিমানা বিজয়ী বোনের হাদিয়ার সাথে শরীক করা হবে। প্রশ্ন হলো:১. যার উপর জরিমানা এসেছে, তিনি সন্তুষ্টিচিত্তে দিলে জায়েজ হবে কি না? ২. সন্তুষ্টিচিত্তে না দিলে তার বিধান কি?